আমি একটা ব্রান্ডের নাম দিয়েছিলাম ঘাট । মানুষ বলত ঘাটে যাই । গ্র্রামের মানুষ যারা ইন্টারনেটে অনভস্ত তাদের জন্য এই ঘাট । GHAT (Global Human Association of Technologies) সংক্ষেপে ঘাট । এইটা একটা ফেইল ব্রান্ড নাম দিলেই তো হবে না , ওর কাজটা ওতো থাকতে হবে ।
এটার বাংলা দেশের সফল উদাহরন বিশ্ব সাহিত্য কেন্দ্র । আমার যারা বই পড়তে , কিনতে কিম্বা আড্ডা দিতে বিশ্ব সাহিত্য কেন্দ্র যাই তারা একজন আরেক জনকে বলি । ৫ টা কেন্দ্রে । এখানে কেন্দ্র বিশেষ্য থেকে ক্রিয়াতে পরিনত হয়েছে ।
একটা ইন্টারন্যাসনাল উদাহরন দেই , আমরা গুগল করি । এখানে গুগলকে বিশেষ্যর বদলে ক্রিয়া হিসেবে ব্যাবহার করি ।