Featured

আমার ওকার টা দরকার ।

আমি কিছু লিখলেই আমার কাছের লোক যে খুব আমাকে ভালবাসে, যার আমার জন্য সময় আছে বলে বনান ভুল । আমি জানি আমি ইচ্ছা কোরে লিখেছি আর আমার ইচ্ছাটাই এই ভালবাসার লোকটার কাছে সবচেয়ে প্রিয় । কিন্তু আমি সহজ কোরে এটাকে প্রকাশের ভাষা পাচ্ছিলাম না , আজ পেয়েছি ।


আমি লিখি কোরেছে ,কোরতে বাংলা একাডেমির ডিকশনারিতে করেছ, করতে ।


আমার এই শব্দ গুলো ব্যাবহার কোরতে ছ্যাবলামি লাগে কথা বলার সময় এগুলো আমি ব্যাবহারও করি না ।
কোরেছ এর মধ্যে যে অধিকার আছে সেটা করেছর মধ্যে নাই ।

”আমার ওকার টা দরকার ।”

এই বিষয়ের একটা রাজিনীতি ও আছে ।
বাংলা শুদ্ধ ভাষা দুইটা একটা শান্তিনিকেতনি আর একটা বিক্রমপুরি ।
এই রাজনীতিতে আমি পড়ি না ।
আমার ভাষাটা সুশেনি ।

Featured

ওয়ার্ক এথিক্স

আন্যকে এমন কাজ দিন যা সে কোরতে পাড়ে। দেওয়া কাজটা কোরতে পাড়লে দুজনের মধ্যে এমন মধুর সম্পর্ক তৈরী হয় যা প্রথম প্রমে পড়া সম্পর্কের মত।
অন্যকে আপনি প্রথমেই যদি এমন কাজ দ্যান যা সে ভাবছে কোরতে পাড়বে কিন্তু পড়ে দ্যাখ্যা গেল পাড়ল না। আপনাদের সম্পর্কটাই ভেঙ্গে যাবে।
আর শুরুতেই আপনি যদি এমন কাজ দেওয়া আরম্ব করেন যে কাজটা দিচ্ছেনেই ফেইল হওয়ার জন্য। তাহলে আপনি আপনার চারদিকে আসফলতার বিজ বুনছেন।
–সুশেন বিশ্বাস
২০-০২-২০২০