ধক করে ওঠে
ঈশ্বরী আসে
যখন।
দুমরে মুচরে যায়
সেখানটার ভেতরটায়
যখন দেবী মুখছবিতে
ধরা দ্যায় আবার
ধরা দেয় বারবার।
মুচরিয়ে ওঠে
সেখানটায় ভেতরটায়
যখন দেবী আসে।
মুখছবি নিয়ে সে আসে
মধ্যরাতে।
ঘুম ভাঙ্গা কালে
কলে আকালে
ঈশ্বরী আসে।
ধক করে ওঠে
ঈশ্বরী আসে
যখন।
দুমরে মুচরে যায়
সেখানটার ভেতরটায়
যখন দেবী মুখছবিতে
ধরা দ্যায় আবার
ধরা দেয় বারবার।
মুচরিয়ে ওঠে
সেখানটায় ভেতরটায়
যখন দেবী আসে।
মুখছবি নিয়ে সে আসে
মধ্যরাতে।
ঘুম ভাঙ্গা কালে
কলে আকালে
ঈশ্বরী আসে।