অপ্রেমিয় পাহাড়

কারা যে বাঙ্গালী হোয়ে আজ চায়?


শুদ্রের মত কৃষি জমি

কিন্তু সে জমিকে আতঙ্কিত করতে চায়।


সে চায় চাকমার পাহার

কিন্তু সে পাহাড়কে আক্রমণ করতে চায়।

সে চায় সুন্দরী আর গোলপাতার পাটি

কিন্তু সে বনদেবীকে করতে চায় ধর্ষন।


সে সব কিছুকে চায়

প্রেমিক হৃদয় বোঝেনা

এমন চাওয়ার প্রেম, উৎপাদন করেনা।


সে আজ মন থেকে বিতাড়িত

ফসল তাকে না চেয়ে নিস্ফলা

পাহার তাকে বিনিময় করবে যা পেয়েছে।


এ ভূমি ধর্ষিতায় বোধন হওয়া ধর্ষকের ভূমি।

এ ভূমি কর্ষকের ভূমি।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.