জমেছে অনেক ঋন
ঠোঁটে ঘাড়ে গালে
শোধ নেবে শব্দ
আর মহাকালে।
ধ্যানে মগ্ন মহাদেব
ধংশ থামতে নতশীরে
ব্যাস্ত যখন কালের অকালে
পার্বতির বেশে উর্বশি ছিলে।
তান্ডবের ঝঙ্কার বিন্দুতে আজ
গন দেবতার সব বোকার সাজ
শিশুতোষ কৌতুহল শবের সমাধি
ভয় পেয়ে ইন্দ্রের ঝলকানির বাজ।
সংহার পিন্ড গলা নদ ভারি
পালাবার পথ গেছে মুছে
গড়িয়ে কষা লাল কনিকা
তোমার ঋনের বোঝা বইছে নগরী।
তোমার পায়ে নিচে যে ভুলে এসেছিল
ভবেছিল শর্বরীর ক্রোধ হবে তৃপতাকা
তোমার মুকুটে ধোয়া ওঠা পঞ্চদশ দল
প্রজ্ঞার কপালের তাই কৃষ্ণপক্ষ ফল।